এতোদিন
হলিউড সিনেমার রিমেক তৈরি করা হয়ে এসেছে বলিউডে। এবার ঘটতে চলেছে ঠিক উল্টো ঘটনা! চলতি বছরের সাড়াজাগানো হিন্দি সিনেমা ‘কাবিল’য়ের হলিউড সংস্করণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে হলিউডের খ্যাতনামা পরিবেশক ও প্রযোজনা প্রতিষ্ঠান
ফক্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনস।
মিড-ডে’কে দেওয়া
সাক্ষাতকারে ‘কাবিল’ পরিচালক সঞ্জয় গুপ্ত বলেন, “এটা সত্যি যে ফক্স ইন্টারন্যাশনালের
প্রধান টমাস জেগেজের পক্ষ থেকে এ ব্যাপারে হৃতিকের
সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদিও এ বিষয়ে খুব
সামান্য কথা হয়েছে তাদের। তবে ‘কাবিল’য়ের বিষয়ে যে তারা আগ্রহ
প্রকাশ করেছে, এটাই আমাদের জন্য অনেক গর্বের।”
সম্প্রতি
এক অনলাইন জরিপে দর্শকের ভোটে চলতি বছরের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কাবিল’। এরপরপরই হৃতিক
রোশন ও ইয়ামি গৌতম
অভিনীত এ সিনেমাটি নজরে
আসে আন্তর্জাতিক মহলের। ‘কাবিল’ ছবির প্রযোজক রাকেশ রোশন বলেন, “কাবিল’য়ের চিত্রনাট্য বেশ আকর্ষণীয়। বিশেষ করে হলিউড সিনেমার জন্য বেশ উপযুক্ত। হলিউডে ‘কাবিল’ পুনঃনির্মাণ করা হলে তা দর্শকপ্রিয় হবে
বলে আমার বিশ্বাস।”
২৫
জানুয়ারি শাহরুখ খানের ‘রইস’য়ের সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া এ ছবিটি বক্সঅফিসে
আয় করেছে প্রায় দেড় কোটি রুপি। স্ত্রীর ধর্ষণকারীদের বিরুদ্ধে এক প্রতিশোধপরায়ণ ও
দৃষ্টিপ্রতিবন্ধী স্বামীর লড়াইযের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ অ্যাকশন-থ্রিলার
সিনেমাটি।
ফক্সের
সঙ্গে ‘কাবিল’ কর্তৃপক্ষের চুক্তি চূড়ান্ত হলে এটিই হবে প্রথম কোনো ভারতীয় ছবির হলিউড রিমেক।
Comments
Post a Comment