লিওনেল
মেসির বিপক্ষে অতীতে বেশ কবার ভুগতে হয়েছে এরনেস্তো ভালভেরদেকে। বার্সেলোনার দায়িত্ব নেওয়ায় আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে নিজ
দলে পাওয়ায় স্প্যানিশ এই কোচের কণ্ঠে
তাই স্বস্তি।
কারণটাও
পরিষ্কার করেছেন চার বছর আথলেতিক বিলবাওয়ের কোচ থাকা ভালভেরদে। এখন থেকে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে আটকানোর পরিকল্পনা যে আর করতে
হবে না তাকে।
গত
মৌসুমে লা লিগায় বিলবাওকে
দুবারই হারায় বার্সেলোনা। জানুয়ারিতে কোপা দেল রের শেষ ষোলোয় দুই লেগের লড়াইয়ে মেসি বাঁকানো ফ্রি-কিকে জয়সূচক গোল করেন।
এর
আগে ২০১৫ কোপা দেল রের ফাইনালে মেসির জোড়া গোলে বিলবাওকে হারায় বার্সেলোনা। এই মেসির বিপক্ষে
আর খেলতে হবে না বলে ভীষণ
খুশি ভালভেরদে।
সোমবার
সাংবাদিকদের বার্সেলোনার নতুন কোচ বলেন, “অবশ্যই মেসি একজন অনন্য খেলোয়াড়। সে যেকোনো পজিশনে
ভালো খেলতে পারে।”
ভালভেরদের
বিশ্বাস, মেসি শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে
দেয়।
“এটা
স্বস্তিদায়ক এক অনুভূতি (তাকে
কোচিং করানো)। আপনি যখন
প্রতিপক্ষের বেঞ্চে থাকবেন তখন দেখবেন, তাকে আটকানোর মতো খেলোয়াড়ের ঘাটতি আছে আপনার।”
Comments
Post a Comment