বঙ্গোপসাগরে
সৃষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয়
সতর্কতা সংকেত বহাল রয়েছে।
নিম্নচাপের
পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে এবং সারা দেশে আগামী দুই দিন বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের
বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোর ৩টা দিকে পুরীর কাছ দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থলনিম্নচাপ আকারে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায়
অবস্থান করছে।
চট্টগ্রাম,
কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র
বন্দরসগুলোকে ৩ নম্বর স্থানীয়
সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর
বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার
নৌকা ও ট্রলারকে পরবর্তী
নির্দেশ না দেওয়া পর্যন্ত
উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা
হয়েছে।
এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অন্যদিকে,
রাজশাহী ও পাবনা অঞ্চলসহ
রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে
পারে। একই সঙ্গে কমে যাবে তাপমাত্রা।
Comments
Post a Comment